নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের আগবেথৈর গ্রামের এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফুপা শ্বশুড় মো. চান মাহমুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রোববার চান মাহমুদের স্ত্রী বাসায় না থাকায় তার শ্যালকের ছেলের স্ত্রীকে তাদের বাসায় থেকে খাবার আনতে বলেন। সকাল বেলায় খাবার নিয়ে গেলে বাসায় কেউ না থাকায় ওই গ্রহবধুকে মো. চান মাহমুদ জোড় পূর্বক ধর্ষণ করে। দুই দিন পর ২৫ আগস্ট মঙ্গলবার ওই গৃহবধু ৯৯৯ ফোন করলে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই গৃহবধুকে উদ্ধার ও চান মাহমুদকে আটক করে। রাতে গৃহবধু বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। বুধবার চান মাহমুদকে আদালতে প্রেরণ করলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করে।
টাঙ্গাইল সদর ফাঁড়ির এস আই আব্দুস সালাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে গৃহবধু উদ্ধার ও আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(হাসান)