নিজস্ব প্রতিবেদক
খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল, মাদক নয় খেলাধুলায় মিলবে জয়- এই স্লোগানকে সামনে রেখে মগড়া সাহিত্যিক সংসদ পৃষ্ঠপোষক রাসেল ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা দশকিয়া ইউনিয়নের মগড়া কৃষাণ রাইস মিল সংলগ্ন বেতবাড়ীতে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, বিশেষ অতিথি সল্লা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, আওয়ামী লীগ নেতা ও পারখী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, ঢাকা বনানী ওভারসিস নাজ গ্রুপের ম্যানেজার লায়ন মোঃ শফিকুল ইসলাম (টুটুল), মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মগড়া সাহিত্য সংসদ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মগড়া বনাম দেউপুর ক্লাব ।