টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মীর মইনুল হক লিটন এর নির্বাচনী সভা গত শনিবার সন্ধ্যায় দিঘুলীয়ায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক, শিল্পপতি ও পৌরসভার সাবেক কমিশনার আলহাজ মুহাম্মদ মোজাম্মেল হক।
পৌরসভার সাবেক কমিশনার মীর ওয়াজেদ আলী লিউ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কমিশনার মির্জা মজিবর রহমান জিন্নাহ, সমাজসেবক সৈয়দ বদিউজ্জামান জাহাঙ্গীর, ব্যবসায়ী ও সমাজসেবক রুহুল আমীন সিরাজী, টাঙ্গাইল পাঁচআনী-ছয়আনী বাজারের সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির নেতা মো. সাঈদ, মীর মনিরুজ্জামান কিউ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ( বর্তমান কাউন্সিলর) মীর মইনুল হক লিটন প্রমূখ। এসময় বক্তারা কাউন্সিলর পদপ্রার্থী মীর মইনুল হক লিটন এর উট পাখি মার্কায় ভোট চায়।
মীর মইনুল হক লিটন দিঘুলীয়া, বেড়াডোমা, বেপারী পাড়া, পার-দিঘুলীয়া, ঘোণাপাড়া এলাকায় নিয়মিত গণসংযোগ ও তার উট পাখি মার্কায় ভোট প্রার্থনা করছেন।