কালিহাতীতে পরকিয়ার জেরে হত্যার অভিযুক্তকে ছেড়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন বাঁশী গ্রামের পরকিয়ার প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা করার অভিযুক্ত রিপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানা যায়।
বাদী ফুলচাঁনের স্ত্রী বলেন, পরকিয়ার জেরে আমার ভাসুর চাঁন মিয়াকে তার স্ত্রী রেজিয়া তার সাথীদের হত্যা করে বাড়ির পাশে সেপটিক ট্যাংকে ফেলে রাখে। এই ঘটনায় অভিযুক্ত রেজিয়া হত্যার ঘটনার পুলিশকে অভিযুক্ত রিপনের নাম জানালে পুলিশ রিপনকে আটক করে। পরে আব্দুল হালিম ও রেজিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু হালিম ও রেজিয়াকে আদালতে প্রেরণ করলেও অভিযুক্ত রিপনকে জিজ্ঞাসাবাদের নাম করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানান।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, হত্যার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজন নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করাই ভাল। এ ঘটনার সাথে তার জড়িত থাকায় যে কোন সময় তাকে ছেড়ে দেওয়া হবে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, রিপন আটকের বিষয়ে আমার জানা নাই। আমি এ বিষয়ে কিছুই জানিনা।