ম.কণ্ঠ ডেস্ক : আট দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব ও যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে রওনা দিবেন তিনি।
স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে সৌদি আরবের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। সেখানে ১৬ এপ্রিল প্রধানমন্ত্রী গালফ শিল্ড ১ নামের একটি সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন রাতেই কমনওয়েলথ সম্মেলনে যোগদানের জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী। রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনার পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষে আগামী ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।