নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের গরীব ও বেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস (পোষাক) বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে (টাঙ্গাইল-৫) সদর আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ মোজাম্মেল হক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোষাক বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন খান ও জেলা ছাত্র সমাজের নেতা কৌশিক আহমেদ রাজুসহ বিদ্যালয়ের পরিচালনা পরষদের সদস্যবৃদ।