নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকের চাপায় হাসেন আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাথরাইল ইউনিয়নের পুটিয়াজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলীর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ি এলাকায়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সকালে হাসেন আলী বাইসাইকেলযোগে দেলদুয়ারের দিকে যাওয়ার সময় পুটিয়াজানি এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।