মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে সোখিনা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোখিনা বেগম ওই গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানান, দুপুরে গুড়িগুড়ি বৃষ্টির সময় সোখিনা বেগম বাড়ির পাশেই একটি আবাদি জমিতে যান। এসময় হঠাৎ করেই তার উপর বজ্রপাত হলে ঘনাস্থলেই তিনি মারা যান।