ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর ফলদায় সোনালী ব্যাংকে স্বচ্ছ প্রক্রিয়ায় কৃষি ঋণ বিতরণ ও আদায় উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফলদা সোনালী ব্যাংক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের (ময়মনসিংহ) যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম খান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার বেগম শামছুন্নাহার, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত প্রমুখ। আলোচনাসভা শেষে চারজন কৃষকের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়।