নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ বীর বিক্রম এর জ্যেষ্ঠ পুত্র টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ার সাদাৎ তানাকা গতকাল রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আগামী পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ঘোষনা দিয়ে গনসংযোগ শুরু করেছেন। এ উপলক্ষে শহরের পাড়দিঘুলীয়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত সকলের কাছে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার সাদাৎ তানাকা শুভেচ্ছা বিনিময় করে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, জাতীয় মৎসজীবী ব্যবসায়ী সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম মাতাব্বর, পাড়দিঘুলীয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্বাস আলী সরকারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিরা। দোয়া পরিচালনা করেন পাড়দিঘুলীয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ নাছির উদ্দিন।
উল্লেখ্য, আনোয়ার সাদাৎ তানাকা দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন ও নির্বচনী গনসংযোগ করে আসছেন।