মোহাইমিনুল কাইয়্যূম : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা পরিচালিত আলোঘর প্রকাশনার উদ্যোগে আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই মেলা চলবে।
জানা যায়, মেলার প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে পড়ার মত উপস্থিতি ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন লেখকের বই ক্রয় করেছেন এবং ভ্রাম্যমান মেলার আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এরকম বইমেলা আয়োজন করার আহ্বান জানান।
আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক জানান, দেশব্যাপী শিক্ষার্থীদের বইমুখী করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল, কলেজ ও জেলা শহরে গত এক বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। তারই ধারাবহিকতায় আজকে থেকে আগামি সোমবার পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলবে।