নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক সংখ্যালঘু গৃহবধুকে ধর্ষনের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ধর্ষনের ঘটনার দীর্ঘ ১৯ বছর পর এ মামলায় রায় হলো।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে হাবিবুর রহমান খান, নয়ন খানের ছেলে ছানোয়ার খান ও বেলায়েত হোসেনের ছেলে রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিশেষ সরকারি কৌশুলী (পিপি) নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক সংখ্যালঘু গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে দন্ডিত হাবিবুর রহমান খান ওই গৃহবধূর ঘরে ঢুকে জোড়পূর্বক ধর্ষন করে। এসময় তাকে ছানোয়ার খান ও রফিক মিয়া ধর্ষন করতে সহায়তা করে। ঘটনার পর ধর্ষিতা নিজে বাদি হয়ে ওই তিনজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার মামলার রায় ঘোষনার পর দন্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।