ম.কণ্ঠ ডেস্ক : ক্ষমতায় টিকে থাকার দেন-দরবার করতে প্রধানমন্ত্রী নির্বাচনের বছরে ভারত সফরে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ রোববার (২৭ মে) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ তিনি একথা বলেন। এছাড়া সরকারের ইচ্ছাপূরণে নির্বাচন কমিশন কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘অন্যায় করে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখার প্রতিবাদ যাতে তরুণরা করতে না পারে সেই ম্যাসেজ দেওয়ার জন্য বিচারবর্হিভূত হত্যাকাণ্ড।’
তিনি আরো বলেন, ‘তারা (ভারত) কখনও আমাদের কিছু দেবে না। আগেও কখনও দেয় নি। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার পাশে দাঁড়াই নি ভারত সরকার। এটাই স্বাভাবিক তারা দাঁড়াবে না। কিন্তু এই সরকারের ভারতকে দরকার তাদের আধিপত্য কায়েমের জন্য। তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আধিপত্যের বিস্তারের জন্য একটা শিখন্ডি দরকার, এটা প্রতিভু দরকার। সেই প্রতিভূর ভূমিকা পালন করছে শেখ হাসিনা।’