ম.কণ্ঠ ডেস্ক : জিয়াউর রহমানের হত্যাকারীরাই বেগম জিয়াকে কারাগারে আটকে রেখেছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় দুর্বার আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বাংলাদেশের ইতিহাস কমবেশি সবাই জানি। আওয়ামী লীগ ১৯৭১ সালের পরে ক্ষমতায় এসে বিশ্বাস ভঙ্গ করে গণতন্ত্রকে হত্যা করেছিল । তারা তখন উপায় না পেয়ে একদলীয় বাঁকশাল প্রতিষ্ঠা করেছিল। এই সংবিধানকে প্রথম কাঁটাছেড়া তারাই শুরু করেছিল।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন অকুতোভয় ব্যক্তি। তিনি ওই সময় মানুষের মনে সাহস জুগিয়েছিলেন। জিয়াউর রহমান ওই সময় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, যেটাকে নাকি তৎকালীন সরকার কলুষিত করেছিল।
মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে এখন আর একদলীয় শাসন নয়, এক ব্যক্তি শাসনে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই। বাংলাদেশের মানুষের বেঁচে থাকারও অধিকার নেই। পাখির মত গুলি করে মারছে মাদকের নাম দিয়ে। তারা মাদক নিয়ন্ত্রণ করতে পারে না।’