ম.কণ্ঠ ডেস্ক : চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় গুলিতে আরও ১১ জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা বলছেন, বন্দুকযুদ্ধ এবং নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে পাঁচজন দু’গ্রুপের গোলাগুলিতে নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদ্রকদ্রব্য উদ্ধার করা হয়।
কক্সবাজার:
র্যাব-৭ জানায়, মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মজিবুর রহমানের লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবুরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।যশোর:
মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোরের বেনাপোলের বড় আঁচড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
র্যাব-৭ জানায়, মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মজিবুর রহমানের লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবুরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।যশোর:
মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোরের বেনাপোলের বড় আঁচড়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকায় পুলিশের অভিযানকালে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তানজিল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ বেশকিছু মাদ্রকদ্রব্য উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, চার রাউন্ড গুলি। ও এক বস্তা পেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকায় পুলিশের অভিযানকালে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তানজিল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ বেশকিছু মাদ্রকদ্রব্য উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, চার রাউন্ড গুলি। ও এক বস্তা পেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মাগুরা:
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে মাগুরা শহরের বাটিডাঙ্গা এলাকায় গোলাগুলি শব্দ শুনে ঘটনাস্থলে যায় তাদের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ী বাচ্চু, কিশোর ও রায়হানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, সিরাজগঞ্জ, নড়াইল ও সাভারে গুলিতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।