ম.কণ্ঠ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী।
গোপালগঞ্জের জেলা প্রশাসক জানান, বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় থাকবেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শনিবার সকালে বঙ্গবন্ধুর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন এবং মাজার জিয়ারত করবেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নিবেন।