আন্তর্জাতিক ডেস্ক : প্লাস্টিক দূষণ বন্ধে বিশ্বের ৫০টি দেশ কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
যদিও পুরোপুরি দূষণ রোধে আরও অনেক কিছু করার বাকি বলেও জানানো হয়। মঙ্গলবার (৫ জুন) বিশ্ব পরিবেশ উপলক্ষে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি। এতে বলা হয়, গালাপাগোস, শ্রীলঙ্কাসহ বিশ্বের বড় বড় দ্বীপরাষ্ট্রগুলো এরইমধ্যে পুনরায় ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করেছে।
তবে, প্লাস্টিক দূষণরোধে এরইমধ্যে বিভিন্ন দেশ ইতিবাচক কিছু পদক্ষেপ নিলেও সেগুলোর সঠিক বাস্তবায়ন না থাকায় দূষণ আশানুরূপ হারে কমছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও উন্নয়নশীল দেশগুলোতে প্লাস্টিক ব্যাগের কারণে ড্রেইনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় প্রায়ই বন্যা দেখা দেয় বলেও জানায় জাতিসংঘ।