নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ‘আনন্দের একদিন’ লামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে শহরের পশ্চিম কাগমারার ‘আমরা ক’জন। ঈদের দিন বিকেল ৩ টায় কাগমারা এতিমখানা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল ফকির, সাবেক কাউন্সিলর শাহীন আকন্দ, জেলা সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব জহুরুল হক (বীর মুক্তিযোদ্ধা), দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন রশিদ আকন্দ সোনা, মোঃ মেহেদী হাসান, ব্যবসায়ী মোঃ আবু সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ্ব কামরুজ্জামান ।