গোপালপুর প্রতিনিধি : গোপালপুরে খেলার মাঠের গোলপোষ্টে ফাঁসিতে ঝুলে এক অজ্ঞাত যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার দিবাগত রাতে হেমনগর ইউনিয়নের নারুচি স্টেডিয়াম মাঠের গোলপোষ্টের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। তার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি।
ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।