ম.কণ্ঠ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে কোটা আন্দোলনের বিরোধীরা।
সরকার ঘোষিত কোটা সংষ্কারের প্রজ্ঞাপন জারি না হওয়ার বিষয়ে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
সংবাদ সম্মেলনের আগেই তাদের ওপর অতর্কিত হামলা চালায় কোটা সংষ্কার বিরোধীরা। লাঠি-সোটা দিয়ে মারধরের এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় সংষ্কারপন্থীরা।
এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী। নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
আহত আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘অনেক মানুষ এক সঙ্গে মারছে।’
তারা বলেন, ‘কেউ গুজব ছড়াচ্ছে বলছে ছাত্রলীগ এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু আপনারাতো আছেন আপনারাই দেখেন কোনো ছাত্রলীগের কাছে কোনো অস্ত্র আছে কিনা।’
হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, ‘কোনো ধরনের উশৃঙ্খলতা মেনে নেওয়া হবে না। কারণ বিশ্ববিদ্যালয় লেখাপড়ার জায়গা।’
কোটা সংষ্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন।
এ ঘোষণার পর আন্দোলন স্তমিত হয়ে গেলেও শিক্ষার্থীদের মাঝে বিভিক্তি সৃষ্টি হলেও এক পক্ষ কোটা সংষ্কারের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছিল।