ম.কণ্ঠ ডেস্ক : কয়েক ঘন্টার ব্যবধান। ঘটে গেলো কতকিছু। ফ্রান্সের বিপক্ষে হারের পর লিওনেল মেসি হোটেলে পৌঁছেছেন কিনা সন্দেহ। এরইমধ্যে বিদায়ঘন্টা বেজে গেলো ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ হয়ে গোলে কোটি মানুষের বিশ্বকাপ।
স্বাভাবিকভাবেই বিশ্বকাপেও তাদের ওপর বিশেষ নজর ছিলো লাখো কোটি ফুটবলপ্রেমীর। তাইতো তাদের সফলতা বা ব্যর্থতাও বেশ বড়ে করেই ধরা পড়ে সবার চোখে।
ক্লাবের হয়ে কী জেতেননি তারা? জাতীয় দলের হয়ে জিতেছেনটা কী? রোনালদোর তো বলার মতো তাও একটা ইউরো আছে। আর মেসির? যাকে সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করা হয় সেই মেসিই জাতীয় দলের হয়ে ব্যর্থতার পাল্টাতে আরও একটি পাথর তুলেছেন রাশিয়াতে।
ক’দিন আগেই ৩১তম জন্মদিন পালন করেছেন মেসি। রোনালদোর চলছে ৩৩। প্রশ্ন তাই একটাই- কাতারের মরুভূমিতে ঝড় তুলতে ফিরবেন কি তারা? ৩৫ বছরে মেসি সেই ঝুঁকিটা নিলেও ৩৮-এর রোনালদো তা পারবেন বলে মনে হয় না। মেসি অবশ্য বলেছেন, বিশ্বকাপ না জিতলেও আকাশি-সাদা জার্সি খুলছেন না। আর রোনালদো তো প্রায়ই বলেন, এখনও নাকি নিজেকে তরুণই মনে হয় তার। কিন্তু সময়টা যে দীর্ঘ। তাইতো বিশ্বকাপের পর অবসরের মিছিলে যোগও দিয়ে ফেলতে পারেন। হাভিয়ের মাশচেরানোর দেখানো পথে হাটতে পারেন, গুটিয়ে নিতে পারেন নিজ নিজ ক্লাবে।