নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় প্রথম দফায় ৫০টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জানা যায়, ঠিকানা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার বাসিন্দা ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এ বছর আরও ৭টি দরিদ্র অধ্যুষিত এলাকায় এ কম্বল বিতরণ করা হবে।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, ঠিকানারকর্মী মল্লিকা পারভীন, রাশেদা আক্তার, নাজমুল হোসেন, সোহেল হাসান, বাদশা মিয়া, মোস্তফা মিয়া, আকিব হায়দার, আরিফ হোসেন প্রমুখ।
মজলুমের কণ্ঠ / ২৪ ডিসেম্বর / আর.কে)
সংবাদটি শেয়ার করুন