রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কুড়িগ্রামের রৌমারীতে পাঁচ নারীকে মহিলাবিষয়ক অধিদপ্তরের শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার।
সম্মাননা পাওয়া পাঁচ নারী হলেন-ফিরোজা বেগম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়িতার সম্মাননা পান। শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পান সুমনা পারভীন। সফল মা হিসেবে সম্মাননা পেলেন শ্রীম়তি কাজলী। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় জয়িতা হলেন তাহেরা বেগম। আর সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখায় জয়িতা হলেন এজেদা খাতুন।
জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২১ এ এবার মোট ১০ জন নারীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এদের মধ্যে থেকে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননার জন্য পাঁচজনকে চূড়ান্তভাবে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হলো।
,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ মুক্তারুল ইসলাম, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাংবাদিক শাহ মোঃ আব্দুল মোমেন,গণ উন্নয়ন সংস্থার প্রতিনিধি-সালমা আক্তার সুমী,আরডিআরএস সংস্থার প্রতিনিধি মিজানুর রহমান, মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার আনিছুর রহমান, ট্রেইনার কানিজ ফাতেমা কলি।