সুইজারল্যান্ড প্রতিনিধি : বিশ্ব প্রবাসী বাংলাদেশ সংস্থার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১৯শে জুলাই) ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটির সভাপতি লাইজু খন্দকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বসিরুল আলম চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত বক্তাগণ জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার জন্য প্রবাসীদের কি কি করনীয় ও সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠ ও সার্থক করার বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সাত সদস্যের একটি উদযাপন কমিটি সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রবাসী, তাদের পরিবার ও শুভাকাঙ্খী সহ প্রায় দশ হাজার মানুষের উপস্থিতি হিসেব করে প্রস্তুতি নেয়া হবে।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশ্ব প্রবাসী বাংলাদেশ সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল খান এই উদযাপন কমিটিতে রয়েছেন।
এ বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার কথা রয়েছে।