ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী মো. সাইফুল (৩০) নামের এক যুবক প্রায় ২০ বছর ধরে শিকলবন্দী অবস্থায় জীবন যাপন করছেন। শিকলে বাঁধা অবস্থাতেই তার খাওয়া, গোসল ও ঘুমানোসহ যাবতীয় কাজ করতে হয়। গত ২০ বছরে একদিনের জন্যও শিকলের বাঁধন থেকে মুক্তি মেলেনি এই যুবকের। পরিবারের দাবি ১০বছর বয়স থেকেই তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে।
উপজেলার ধারিয়াল এলাকায় মৃত বহর আলীর ছেলে সাইফুল। শিকলবন্দী অবস্থায় জীবন যাপন করলেও শারীরিক প্রতিবন্ধী সাইফুলের ভাগ্যে এখনো জুটেনি কোন সরকারি সহযোগিতা।
সাইফুলের মা রহিমা বেগম বলেন, ‘বর্তমানে আমার সহায় সম্পদ বলতে প্রতিবন্ধী ছেলে সাইফুল ছাড়া তেমন কিছুই নেই। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে জীবিকা নির্বাহ করি।’
তবে সাইফুলের আরো দুই বড় ভাই রয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের বিয়ে হয়েছে। আলাদা সংসার আছে। গত ৬ বছর আগে সাইফুলের বাবাও মারা যায়। এখন বড় ছেলে বাচ্চুর ঘরে থাকে সাইফুল।
তিনি আরো বলেন, সবার ছোট সাইফুল প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয়। জন্মের পর বিভিন্ন কবিরাজ দেখিয়ে চিকিৎসা করিয়েও ফল পাওয়া যায়নি।