সুইজারল্যান্ড প্রতিনিধি : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ( আইপিইউ ) সম্মেলনে অংশ নিতে রবিবার (১৪ অক্টোবর) আমিরাত এয়ারলাইন্স যোগে সুইজারল্যান্ডের জেনেভা বিমান বন্দরে পৌঁছান।
এসময় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এতে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অরুন বরুয়া, গোলাম মোর্শেদ সাচ্চু, হারুন রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, বিপুল তালুকদার, সৈয়দ কামরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, প্রচার সম্পাদক নিজাম উদ্দীন, তথ্য ও গবেষনা সম্পাদক সসীম গৌড়ীচরন, উপ-প্রচার সম্পাদক সমিরন বরুয়া।
সুইজারল্যান্ড আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক লিকু রহমান।আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জমাদার, আশরাফুল ইসলাম আজাদ, জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী সহ আরো অনেকে।
আইপিইউ ও সুইসপার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এবারের সমাবেশের মূল প্রতিপাদ্য ‘প্লেসিং সায়েন্স অ্যাট দ্য হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং অ্যান্ড পিস’।
এতে বিভিন্ন দেশের ১৩শ’র অধিক সংসদ সদস্য অংশ নেবেন। সমাবেশে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানি বন্ধ, মানবাধিকার নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্তের বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
এতে স্পিকারের নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সমাবেশে অংশ নেবেন।
আগামী বৃহস্পতিবার ১৮ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন ।