নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধু রোকছানা হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রোকছানা হত্যাকারীদের ফাসির দাবী জানান।
উল্লেখ্য,গত ২৩ সেপ্টেম্বর রাতে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না দিয়ে ঝুলানো অবাস্থায় লাশ উদ্ধার করে পুলিশ । এর পর থেকেই স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে । পরে নিহতের বাবা বাদী হয়ে এ মাসের ১৬ অক্টোবর টাঙ্গাইল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মির্জাপুর থানা আমলী আদালতে ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন ।