নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত ও কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান আনোয়ারুল আলম শহীদ, জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য আনোয়ার হোসেন বাদল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওমর ফারুক বিপ্লব প্রমুখ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। এসময় বক্তারা বলেন, আমরা নিজেদের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া কোটা বাতিল করা হয়েছে। এই কোটা কোন অবস্থাতেই বাতিল হতে পারে না। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কোটা পুনর্বহালের দাবি করছি। তা না হলে পরবর্তিতে কঠোর আন্দোলন করার হুশিয়ার দেন বক্তারা।
পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন।