অভিজিৎ ঘোষ : টাঙ্গাইলের ভূঞাপুরে ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাংসদ পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল।এ উপলক্ষে আজ শনিবার দুপুরে ভারই স্কুল মাঠে আলোচনাসভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি আনছার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গোবিন্দাসী ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস ফারুক হোসেন প্রমুখ।
পরে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খন্দকার মশিউজ্জামান রোমেল।