নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এডভেকেট জাফর আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মো. শাহরিয়ার রহমান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমুখ।
উল্লেখ্য এ বছর টাঙ্গাইলে ১২ টি উপজেলার ৫৩ টি কেন্দ্রে ও ৫২টি ভেন্যুতে মোট ৬৮ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৬০ হাজার ১৬৪ জন ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮ হাজার ৫৭ জন।