নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মধুপুর বনাঞ্চলের বিমান বাহিনীর টেলকি ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল। শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানের এফ-৭ বিজি মডেলের প্রশিক্ষন বিমানটি উড্ডয়ন করে। এতে পাইলট আরিফ আহমেদ একাই ছিলেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মধুপুর ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ি নামক স্থানে বিমানটি বিধ্বস্ত হয়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর লোকজন সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই উইং কমান্ডার আরিফ আহমেদের নিহত হওয়ার বিষয়টি ওসি নিশ্চিত করেছেন।
বিমান বাহিনী ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।