নিজস্ব প্রতিবেদক : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এসপি পার্ক টাঙ্গাইল এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার ও এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এসপি পার্ক প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি অফিসের পুলিশ সুপার নাবিলা জাফরিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, বেসরকারি সংস্থা সেতু’র নির্বাহী পরিচালক মির্জা শাহাদৎ হোসেন, আলাউদ্দিন টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার সাহা, এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ, মো. আনিছুর রহমান, কো-অর্ডিনেটর রতন সিদ্দিকী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট এস আকবর খান। এসময় আরও বক্তব্য রাখেন উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, পোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যক্ষ এনামুল করিম সহিদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন আলী, আইসিটি বিষয়ক সম্পাদক রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।