নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নকল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে সার ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে। এসময় তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দন্ডপ্রাপ্ত সার ব্যবসায়ী আবুল কালাম দীর্ঘদিন ধরে বাড়িতে সার নির্মাণ করে নকল সার উৎপাদন করে বাজারজাত করছিল। এছাড়া পূর্বে তিনি সারের ডিলার ছিলেন। কিন্তু তার ডিলারশীপের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে যায়। তিনি ডিলারশীপ নবায়ন না করে বাড়িতে নকল সার তৈরি করতো এবং তা বাজারজাত করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।