নাগরপুর প্রতিনিধি : এমপিও ভুক্ত বে-সরকারি শিক্ষক কর্মচারীদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত চাঁদা কর্তনের প্রজ্ঞাপন এবং জানুয়ারি-২০১৯ খ্রি.হতে কর্তনের কালো আদেশ বাতিলের দাবীতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক সমিতির ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেনের সভপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন,শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রৌফ, প্রধান শিক্ষক মো. আবদুল আওয়াল মিলন, মো. আব্দুল খালেক, মো.আনোয়ার হোসেন,বাবু গোপাল চন্দ সাহা, মো. শরীফ উদ্দিন, আবুল কাসেম, মো. সোহেল মিয়া প্রমুখ। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল এমপিও ভ’ক্ত বে-সরকারি শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।