নিজস্ব প্রতিবেদক : কনফিডেন্স একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, উপবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার বিকেলে স্কুল সংলগ্ন খোলা জায়গায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম আহমদ। কনফিডেন্স শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক তরুণ ইউসুফ, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেনের প্রতিনিধি এসআই জাকির হোসেন।
আলোচনা পর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপবৃত্তিপ্রাপ্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।