নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছে থেকে এক গ্রাম হেরোইন, সিম কার্ড সহ একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মোখলেছুর রহমান (৪০) মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার সাবুর আলীর ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত জানান, জিজ্ঞাসাবাদে মোখলেছুর জানায় সে টাঙ্গাইল জেলার মির্জাপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগ করে নগদ টাকায় হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে।