নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সফররত সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে জাতীয় সংসদ ভবনে এক সৌজন্য সাক্ষাতে করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী পুনরায় স্পীকার নির্বাচিত হওয়ায় তাকে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষথেকে অভিনন্দন শুভকামনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্যামল খান এবং সংক্ষিপ্ত আলোচনায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তার এই সঠিক ও মহতি সিদ্ধান্তের জন্য।
এসময় উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার হাবিবুর রহমান ও মহান সংসদের মাননীয় স্পিকারের একান্ত সচিব কামাল বিল্লাহ্।