নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে র্যালী, আলোচনা সভা ও কুইজের মধ্যদিয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রুপালী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রুপালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগম, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
এর আগে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন রুপালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ওয়াহিদা বেগমসহ অতিথিবৃন্দ।
স্কুল ব্যাংকিং কনফারেন্সে টাঙ্গাইল জেলার ৩০টি তফসিলী ব্যাংকের ব্যবস্থাপকসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।