নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রোববার (২৪ মার্চ) তাকে ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। ফেডারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সদর আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, ফেডারেশনের উপদেষ্টা আব্দুস সবুর খান বীরবিক্রম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ বক্তব্য রাখেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply