নিজস্ব প্রতিবেদক : ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ প্রমুখ।
পরে অটিমজম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।