নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্থানীয় সন্ত্রাসী রতন মিয়া নামের এক ইভটিজারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজ থেকে বাসযোগে এসে শহরের পিটিআই স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মনির সিকদার, সরকারি সা’দত কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সবুজ হোসেন, ছাত্রলীগ নেত্রী নাজনিন আক্তার এ্যানি, জেলা ছাত্রলীগ সদস্য আল-আমিন, শামিম সিকদার প্রমুখ।
পরে ছাত্র নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদ ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিঞা।
এ সময় সরকারি সা’দত কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।