নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরকারি শামসুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) দুপুরে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনেয়ার হোসেন মোল্লা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, অধ্যাপক হাসান হাফিজুর রহমান প্রমুখ।
ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন নিঝুম মোল্লা। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রভাষক মোশারফ হোসেন ।