নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে গরু ছাগলের জন্য গোখাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুওে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ বিভাগ ভূঞাপুর উপজেলার গাফসারা অর্জুনা, নিকরাইল, গোবিন্দাসী ও পৌর এলাকায় বন্যা কবলিত তিন শতাধিক গবাদি পশুর খামারীদের মাঝে ২৫ কেজি করে রেডি ফিট বিতরণ করেন।
গোখাদ্য বিতরণ উপলক্ষে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. শেখ আজিজুর রহমান, ঢাকা বিভাগের উপ-পরিচালক ড. এ এইচ এম সাইফুল ইসলাম।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম ও পৌর মেয়র মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।