নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর ৩৬ ধারাসহ কর্মসংস্থান, প্রবেশগম্যতা ও অধিকার সমূহ বাস্তবায়ন বিষয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, আইনজীবি, মানবাধিকার কর্র্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউএস এইডের এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএব্যাবিটি পোগ্রামের আওতায় সিভিল সার্জনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল ডিজএ্যাবল্ড পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এর পরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন বিপ্লব ক্রান্তি বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হাবিবুর রহমান, এডভোকেট আল রুহী, ব্র্যাক প্রতিনিধি মুনির হোসাইন খান।
অনুষ্ঠানটি সঞ্চলনা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস (ব্লাস্ট) এর পোগ্রাম কো-অর্ডিনেটর আমেনা রহমান।
মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও তাদের আইন নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।