নিজস্ব প্রতিবেদক : ‘শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান করেছে টাঙ্গাইলের ঘাটাইল বিআরডিবি অফিস । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরের ঘাটাইল বিআরডিবি অফিস চত্বরে আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন, ঘাটাইল বিআরডিবির চেয়ারম্যান মো.রুহুল আমীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন আক্তার, প্রধান পরিদর্শন মো. গিয়াস উদ্দিন,প্রধান সহকারী খন্দকার নুরুল ইসলাম, হিসাব রক্ষন সহকারী রেবেকা সুলতানা,ঘাটাইল ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজুল হক খান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল গনি,রশিদ প্রমুখ।