নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর থেকে গ্রেপ্তারকৃত ৩৬জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকের আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে ১৮জনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদ সম্মেলনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার গোপালপুর ও ভুঞাপুর থানা পুলিশের যৌথ অভিযানে নলিন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই পাওয়া যায়। গ্রেপ্তরকৃতদের মধ্যে কয়েকজনের নামে গোপালপুরসহ দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গ্রেপ্তরকৃত জামায়াত-শিবিরের লোকজন দেশের বৃহৎ স্থাপনা বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুর্বে তারা বনভোজনের নামে সেতু এলাকায় রেকি করেছে। এরআগেও তারা নৌকা ভ্রমনে গিয়ে সরকার উৎখাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে। এরধারাবাহিকতায় মঙ্গলবার তারা নাশকতার তৈরির জন্য যমুনা নদীতে নৌকা ভ্রমনে যাওয়ার জন্য উপজেলার নলীন বাজারে একত্রিত হয়। পরে অভিযান চালিয়ে গোলাম মোস্তফা রঞ্জু, মোঃ হাসেন আলী ও মহি উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নলিন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়। তবে এসময় আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।