নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে নীলিমা নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। সে উজেলার নতুন কহেলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মসদই গ্রামের অালমগীর লস্করের মেয়ে।
রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বারিন্দা এলাকায় নদী পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে নতুন কহেলা কলেজ থেকে নিলীমা ও তার সহপাঠীরা নদী পারাপার হচ্ছিল। এ সময় অতিরিক্ত লোকজন নৌকাতে উঠলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। সকলেই সাঁতরে উঠতে পারলেও নদীর ডুবে যায় নিলীমা। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ারসার্ভিসে খবর দিলে উদ্ধার কাজে অংশ নেয় তারা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনজন ডুবুরি, মির্জাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এ উদ্ধারকাজ পরিচালানা করছে।