নিজস্ব প্রতিবেদক : ‘সততাই ব্যবসার মুল ধন, ভাল বীজ উৎপাদনই আমাদের মূল লক্ষ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে জেলা বীজ উৎপাদন ও বীজ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মো. এনামুল হকের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বিথী সীড কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো. বেলাল হোসেন, তারেক সীড কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো. খোকন মিয়া, মিরন সীড কোম্পানীর স্বত্ত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, আলফী এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মো. লুৎফর রহমান, গ্রীনটেক এগ্রোবিজনেসের স্বত্ত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম, শান্তা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. শামছাদ আলী প্রমুখ। এসময় জেলার অন্যান্য বীজ উৎপাদনকারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় বীজ উৎপাদন, বিপনন, সাফল্য, সম্ভবনা ও বর্তমান কমিটির উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।