নিজস্ব প্রতিবেদক, মধুপুর: দুর্ঘটনা ও রোগে মৃত্যুজনিত শ্রমিক পরিবারকে সাড়ে তিন লাখ টাকা মরণোত্তর ভাতা দিয়েছে বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মধুপুর শাখা।
রোববার বেলা ১১ টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মধুপুর শাখার নব নির্বাচিত সভাপতি আব্দুস সামাদ।
সাধারণ সম্পাদক আনিছুর রহমান হীরার সঞ্চালনায় গত দুই মাসের মধ্যে এ শাখার মৃত্যু হওয়া সাত শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে ৫০ হাজার করে টাকা বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তাদের সংগঠনের সদস্যের কেউ দুর্ঘটনাজনিত অথবা বয়স্কজনিত রোগে মারা গেলে প্রতিটি পরিবারের হাতে ৪০ দিনের মধ্যে মরণোত্তর ভাতা হিসেবে ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়। এবার গত দুই মাসে সড়ক দুর্ঘটনা ও রোগে মৃত্যুজনিত গিয়াস উদ্দিন ঠান্ডু, তারা মিয়া, মতিয়ার রহমান খান, আমিনুল ইসলাম, আন্তাজ আলী, আসাদুজ্জামান আসাদ ও আবুল কাশেমের পরিবারের হাতে ওই মরনোত্তর ভাতার অর্থ তুলে দেয়া হয়।