নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ২৫৫ পিস ইয়াবাসহ মো. শামীম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ সদস্যরা। আটককৃত সদর উপজেলার কাঠুয়া যুগনী এলাকার আ. সাত্তার মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দ্যাইনা কালিবাড়ী মোড় থেকে ধৃত আসামী মো. শামীম মিয়াকে ২৫৫ পিস ইয়াবা, ১ টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।